স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ মহড়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী (৪০) ঘটনাস্থলেই মারা গেছেন। চাকায় পৃষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। জানা যায়, সিলেটগামী একটি অজ্ঞাত ট্রাকের চাপায় সড়ক পারাপার হওয়ার সময় তার মৃত্যু ঘটে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে।