মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে সরকারী ভূমি বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। গতকাল বুধবার দুপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আইনে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রামমান আদালতের বিচারক এ কে এম ফয়সাল।
উপজেলা নিবার্হী অফিসার একেএম ফয়সাল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।