বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

শায়েস্তাগঞ্জে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে দাউদনগর এলাকায় ২০২৪-২০২৫ অর্থ বছরে সচেতনতা মূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এবং হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার এর সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের পরিচালনায় গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার পৌরশহরে ৪নং ওয়ার্ডে দাউদনগর এলাকায় মাইজম সাহেব বাড়ীতে শতাধিক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সাম্প্রদায়িক সমপ্রীতির মেলবন্ধন অটুট রাখা, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, মানবপাচার, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জের ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিগত জুলাই ও আগষ্ট মাসে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি একই সাথে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন- দুর্নীতি, স্বজন প্রীতি, দলীয় লেজুড় ভিত্তিক অপরাজনীতি থেকে বেড়িয়ে এসে নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে নারীদের ভূমিকা অপরিসীম। নারীরা সজাগ থাকলে এবং সঠিক জ্ঞান পরিবারের সন্তানসহ সকলের মাঝে বিতরণ করলে তবেই শোষণ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক শিক্ষা প্রদানে মায়েদের প্রতি অনুরোধ জানান এবং নারী বিষয়ক যে কোনো অপরাধ থেকে নারীকে দ্রুত রক্ষার জন্য সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ মোবাইল সেবা চালু করেছে। যৌতুকের অভিশাপ থেকে নারী ও পরিবারকে মুক্তি দিতে হবে। এক্ষেত্রে মাঠ পর্যায়ে নারী উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আগামী পরিকল্পনায় গ্রাম ভিত্তিক যোগাযোগ কার্যক্রম, সোস্যাল মিডিয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com