স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় দুষ্কৃতিকারী কর্তৃক লুটপাট ও জবর দখলের পাঁয়তারার প্রতিবাদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে মুক্তিযোদ্ধা ও মুুক্তিযোদ্ধা সন্তানদের সম্মিলিত আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।
সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান, সিরাজ মিয়া, গোলাম সারওয়ার বাচ্চু, মোহাম্মদ আলী মমিন, সুবেদার আব্দুল মতিন, সৈয়দ জাহেদুল ইসলাম, মো. সিদ্দিক আলী, এডভোকেট সালেহ আহমেদ, সন্তান কমান্ডের নুরুল হক টিপু, মো. জয়নাল আবেদীন জালাল, মো. সিপন মিয়া, মো. ইসমাইল, মো. মোতাকাব্বির হোসেন, মো. লাভলু মিয়া, কাজী মো. নজরুল ইসলাম, জয়নাল আবেদীন সাজু, মো. দুলাল মিয়া, কবির আহমেদ, আনোয়ার হোসেন, মো. হারুন, হরি চন্দ্র দাস, মোহাম্মদ আলী মোহন প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনার পর ১৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে প্রধান সমন্বয়ক ও জিয়াউল হাসান, মোহাম্মদ আলী মমিন, রাশিদুল হাসান চৌধুরী কাজল, মো. সিরাজ মিয়া, গোলাম সারওয়ার বাচ্চু, মোহাম্মদ হোসেন, সৈয়দ মাহবুব হোসেন, ডাঃ আব্দুর রব, মো. আব্দুল মতিন, সন্তান কমান্ডের নুরুল হক টিপু ও জয়নাল আবেদীন জালাল, মো. সিপন মিয়া, আমজাদ হোসেন মনি, মো. ইসমাইলকে সমন্বয়ক নির্বাচিত করা হয়।