স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী অনুরাগ হোটেলের মালিক উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের তারানগাঁও গ্রামের জোগেশ চন্দ্র দাসের ছেলে জ্যোতিশ চন্দ্র দাস ও জ্যোতিশ চন্দ্র দাসের ছেলে জ্যোতির্ময় দাস কে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, গত রবিবার (১৪ জুলাই) নবীগঞ্জ শহরের মধ্যবাজারে অভিযান চালিয়ে স্পেশাল মামলা নং ০৮/২২ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী তারানগাঁও গ্রামের জোগেশ চন্দ্র দাসের ছেলে জ্যোতিশ চন্দ্র দাস এবং জ্যোতিশ চন্দ্র দাসের ছেলে জ্যোতির্ময় দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী বলেন, স্পেশাল মামলা নং ০৮/২২ এর ওয়ারেন্ট ভুক্ত আসমীদ্বয়কে গতকাল সোমবার ১৫ জুলাই সকাল ১০ টায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।