স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির সিঙ্গাপুরে গেছেন। গতকাল ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সংসদ সদস্যের সহধর্মিনী ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে অবস্থান করছেন বিধায় তিনিও সেখানে গেছেন। জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমন চলাকালে আলেয়া আক্তার পরপর চারবার আক্রান্ত হন। সম্প্রতি এর প্রভাবে শরীরে কিছু জটিলতা দেখা দেয়। সেজন্য পারিবারিক ও চিকিৎসকদের সিদ্ধান্তে গত ২২ মে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চলমান উন্নয়ন কাজের প্রয়োজন ও জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত ৫ জুন তিনি স্ত্রীকে সিঙ্গাপুরে রেখে দেশে ফিরেন। পরে সংসদে যোগদান করে জানতে পারেন তাঁর শাশুড়ি মারা গেছেন। পরদিন শাশুড়ির দাফন ও অন্যান্য কাজ সমাপ্ত করে গত মঙ্গলবার বাজেট অধিবেশনে বক্তব্য দেন। পরে গতকাল ভোরে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন।