স্টাফ রিপোর্টার ॥ সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের আয়োজনে বিশেষ সৎসঙ্গ অধিবেশন ১০ মে শুক্রবার রাতে কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্টিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, সংকীর্তন, ইষ্টপ্রসঙ্গে আলোচনা ও প্রসাদ বিতরণ। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, তাপস বনিক, শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, শিক্ষক সুব্রত দাশ, কানু লাল দাশ, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক গীতেন্দ্র কুমার দাশ, শিক্ষক হরিপদ দাশ, নারায়ন সরকার, শংকর গোপ, রতিশ দাশ, শিক্ষক সঞ্জয় কুমার ধাম, গোপেন্দ্র শীল, নিতেশ দাশ, সজল দেব, প্রদীপ দাশ, জয়হরি দেব, হৃদয় শীল, রীনা রানী সরকার, তৃষ্ণা রানী বনিক, সুমি পাল, লীলা রানী সরকার, সবিতা পাল, রিনা পাল, শুভশ্রী পাল সেজুঁতি প্রমূখ। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।