স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের রাজনগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ত্রুটিপূর্ণ লাইন ও লাইনের উপর দিয়ে যাওয়া গাছপালা কাটার জন্য পিডিবি এ সিদ্ধান্ত নেয়। এ কারণেই শুধুমাত্র রাজনগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে অন্য এলাকায় স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে সময় পরিবর্তন হতে পারে। গতকাল বিষয়টি নির্বাহী প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেন।