বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের পিয়াইম গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ॥ আটক ১ ॥ নগদ টাকা-স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট অলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা খোশ আমদেদ মাহে রমজান শহরে চুরির অপবাদে কিশোরকে হাত-পা বেঁধে অমানসিক নির্যাতন অভিযানে দুই সহোদর আটক নবীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় শিশু ও তার পিতার স্বাক্ষ্য গ্রহণ উমেদনগরে কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল নবীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্টিত ॥ আন্দোলন সংগ্রামে মুসলমানদের ত্যাগ দিল্লির দোসরেরা ধামাচাপা দিয়ে রাখতে চায়-শাহজাহান আলী ফ্যাসিষ্ট সরকারের সময়ে আমার পরিবার নির্যাতনের শিকার-সৈয়দ শাহজাহান চুনারুঘাটে পাগল পেঠানো মামলায় যুবক জেল হাজতে মাধবপুর মনতলা সড়কে দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বানিয়াচংয়ে মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আইন-শৃংখলার উন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে-এমপি রুয়েল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হেসাইন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভূষন রায়, সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আনুয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, জয় কুমার দাশ, আহাদ মিয়া, মাসুদ কোরেশী মক্কি, মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, ইউপি চেয়াম্যান ও আইন-শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, যখন দাঙ্গার ঘটনা ঘটে তখন প্রভাবশালীরা বিভিন্ন পক্ষের হয়ে কাজ করেন। বিশেষ করে যারা চেয়ারম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকেই বর্তমান চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দিতাকারী দুই ভাগে বিভক্ত হয়ে যান। এটা করা যাবেনা এবং দাঙ্গা থামানোসহ আইন-শৃংখলার উন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কথা বলে দুরবর্তী ইউনিয়নের ক্ষেত্রে প্রতিটি ইউনিয়নে পুলিশ ফাড়ি করার ব্যাপারে আলাপ করবেন বলে আইন-শৃংখলা কমিটির মিটিংকে আশ্বাস প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com