স্টাফ রিপোর্টার \ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ন অবদান রাখায় সম্মাননা পদক গ্রহন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল রবিবার সিলেট ভ্যাট কমিশনার অফিসে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে ওই সম্মাননা পদক ও সনদ গ্রহন করেন মেয়র। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মইনুল খান মেয়রের কাছে ওই পদক ও সনদ হস্তান্তর করেন। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মূল্য সংযোজন কর আদায়ে গুরুত্বপূর্ন ভ‚মিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে হবিগঞ্জ পৌরসভা মনোনীত হয়। পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহন করার জন্য অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম স্বাক্ষরিত এক পত্রে মেয়র আতাউর রহমান সেলিমকে আমন্ত্রন জানানো হয়। ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব প্রদানে/উৎসে কর্তনে গুরুত্বপূর্ন অবদান রাখায় হবিগঞ্জ পৌরসভার পক্ষে সম্মাননা পদক ও সনদ গ্রহন করেন মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ পৌরসভার পক্ষে ওই অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।