স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ বিএনপির দুই নেতাকর্মীকে জেল থেকে বের হবার পর আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধুলিয়াখাল এলাকায় অভিযান চালায় সদর থানার একদল পুলিশ।
এ সময় শায়েস্তাগঞ্জ বিএনপি নেতা কামরুজ্জামান রিপন ও আজিজুর রহমানকে আটক করা হয়। পরে সদর থানার একটি রাজনৈতিক মামলা দেখিয়ে গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আসামিদের স্বজনরা জানান, অন্য একটি রাজনৈতিক মামলায় বৃহস্পতিবার তারা কারাগার থেকে বের হলে জেল গেইটের সামন থেকে তাদের আটক করা হয়।