বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ পুলিশ বক্স উদ্বোধন সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের উদ্যোগে ॥ বিনা বিচারে ৩০ বছর পর কারাগার থেকে মুক্তি ফেলেন কনু মিয়া বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান সামিন আহমেদের যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফাস্ট ক্লাস অর্জন ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না-সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জ শহরে ‘স্বাদ’-এর পদার্পণ: ঘরেই মিলবে প্রিমিয়াম খাবার এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক -ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক শায়েস্তাগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হৃদয় গ্রেফতার হয়নি নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নেতাকর্মীর উদ্দেশ্যে এমপি আবু জাহির ॥ বিজয়ের মাসে আরেকটি জয়ের প্রতিজ্ঞা করুণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলীয় নেতাকর্মীদের আরেকটি জয়ের প্রতিজ্ঞা নিয়ে বিজয়ের মাসজুড়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
এমপি আবু জাহির বলেন, কোন অশুভ শক্তিকে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। অন্যায়ভাবে জনগণকে কষ্ট দিতে চাইলে আওয়ামী পরিবারের লোকজন তাদের প্রতিহত করবে। দেশের মানুষের অধিকার নিশ্চিত করাই হল বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা। এ সময় দলের জন্য প্রাক্তণ সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শরীফ উদ্দিন আহমেদের ত্যাগ এবং অবদানের কথা স্মরণ করিয়ে আগামী দিনে তাঁর সম্মান রক্ষার জন্য আজমিরীগঞ্জ উপজেলাবাসীর প্রতি তিনি আহবান জানান।
আজমিরীগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগ মিসবাহ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সহ-সভাপতি মোঃ সজীব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম প্রমুখ।
এছাড়াও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরফান উদ্দিন, মোঃ আহাদ মিয়া, মন্জু দাস, নলিউর রহমান তালুকদার, ফয়েজ আহমেদ খেলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায়, ধীরেন্দ্র পুরকায়স্থ, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লোকমান মিয়া, জামান আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুসা মিয়া, যুবলীগের আহব্বায়ক বাবলু রায়, যুগ্ম আহব্বায়ক তোফায়েল ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, তকছির মিয়া, গোলাম কিবরিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com