মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

মাধবপুরে ১১ চেয়ারম্যান উপজেলা পরিষদের মূলতবী সভাও বর্জন করলেন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমানকে অবিলম্বে বদলীসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করার দাবিতে উপজেলা পরিষদের সাধারণ পরিষদের মূলতবী সভা বর্জন করেছেন ১১ জন চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা মোহাম¥দ রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন। এছাড়া বিভাগীয় প্রধানরা বক্তব্য রাখেন। গত ২০ আগষ্ট উপজেলা পরিষদের সাধারণ সভায় চেয়ারম্যানরা উপস্থিত না হওয়ায় সভাটি মূলতবি করা হয়েছিল। তবে উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমান সভায় উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য অফিসার ইনচার্জকে আহবান জানিয়েছি এবং স্মারকলিপিটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সুরাহার জন্য উদ্যোগ নেয়া হবে। উল্লেখ্য যে ১৩ আগষ্ট উপজেলা প্রকৌশলী আহম্মদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমানের নির্দেশে তারই অফিসের কার্য সহকারী (সি.ও অতিঃ) আবু নাঈমকে বাদী করে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালকে প্রধান আসামী করে গাছ চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করান। ফলে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিক্ষুব্ধ হয়ে উঠে। মঙ্গলবার বিকালে মামলা প্রত্যাহার এবং উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমানকে অবিলম্বে বদলীসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করার দাবিতে নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন চেয়ারম্যানরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com