স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে গাড়ি পোড়ানোর মামলায় আরও ২ ছাত্রদলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে এসআই সনক কান্তি দাশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রকি ও শাহ মোঃ মুরাদকে আটক করেন। তারা গাড়ি পোড়ানো মামলার আসামি। গতকাল বৃহস্পতিবার বিকালেই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ নিয়ে মোট ৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।