মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

হবিগঞ্জের ভাটি এলাকায় শিক্ষার আশার আলো ব্র্যাকের শিক্ষাতরী

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকার লোকজন বছরের ৬মাস পায়ে এবং ৬ মাস নায়ে চলাফেরা করে। বর্ষাকালে ৬মাস যখন ভাটির জনপদ পানিতে তলিয়ে যায় তখন শিশুরা যেতে পারেনা স্কুলে। সেই বঞ্চিত আর অবহেলিত শিশুদের শিক্ষার আশার আলো দেখাচ্ছে ব্র্যাকের শিক্ষাতরী। ব্র্যাক সূত্রে জানা যায়, ২০১২ সালে হবিগঞ্জের বানিয়াচঙ্গ, লাখাই ও হবিগঞ্জ সদর উপজেলায় ব্র্যাকের শিক্ষাতরী কর্মসূচি চালু হয়। এবছর নতুন করে ১৪টি নৌকা চালু করা হয়। জেলায় মোট শিক্ষা তরীর সংখ্যা ৪২টি। তন্মধ্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের উপজেলা বানিয়াচঙ্গে ৩৫টি, লাখাই উপজেলায় ৪টি, আজমিরীগঞ্জ উপজেলায় ২টি ও হবিগঞ্জ সদর উপজেলায় ১টি। এসকল স্কুলের মোট শিক্ষার্থী ১ হাজার ৩৮৬জন।
Habiganj pic 3প্রত্যেকটি নৌকা তৈরি করতে খরচ হয় সাড়ে ৫লাখ টাকা। একটি নৌকায় ৩৩জন শিশুকে পাঠদান করেন একজন শিক্ষক। নৌকায় একজন পাহারাদার ও একজন মাঝি থাকেন। তাদের বেতন, নৌকার জ্বালানী এবং শিক্ষা উপকরণ প্রদান করে ব্র্যাক। নৌকাগুলো সাজানো হয় আকর্ষনীয়ভাবে। লাল ও সবুজ গালিচায় বসে শিশুরা ক্লাস করে। নৌকায় জাতীয় ফুল, ফল ও পাখিসহ আকর্ষনীয় আর্টে সমৃদ্ধ। রয়েছে নানান উপকরণ। শিক্ষা পদ্ধতিও যুৎসই। ফলের নামে ৬টি গ্র“প করা হয়। প্রত্যেক গ্র“পের রয়েছে আলাদা ডিসপ্লে বোর্ড। উপকরণ হিসাবে ঐতিহ্যবাহী মাটির শ্লেট ও গণনা শিখার জন্য ব্যবহার করা হয় বাশের শলাকা। আনন্দের মাঝে শিশুরা শিক্ষা গ্রহণ করে। শৃংখলা আর নিয়মানুবর্তিতা দেখার মত। প্রতিদিন নৌকা পাড়ায় পাড়ায় গিয়ে শিশুদের নিয়ে আসে এবং ছুটির পর বাড়ীতে দিয়ে যায়। সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে স্কুল। শিশুরা বাড়ীতে থাকার ছেয়ে স্কুলে যেতেই বেশী পছন্দ করে।
হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের নতুন নোয়াগাও গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে উদ্বোধন করা হয় এমনি এক শিক্ষা তরীর। হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসাবে এই তরীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুল হাসান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফিরোজ আলম ও বানিয়াচঙ্গ উপজেলা সমন্বয়কারী মো. মহসিন উদ্দিন। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এই শিক্ষাতরী কার্যক্রমে নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com