মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

দুর্গাপূজাকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে পৌর এলাকার ৩৭টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন মেয়র আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জ সদর উপজেলার ইউএনও আয়েশা আক্তার। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা।
মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পূজা উৎসবকে সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আমাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পৌর এলাকার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা ও শান্তি-শৃংখলা বজায় রাখতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মেয়র বলেন, পূজা মন্ডপগুলোতে রাতে পাহাড়াদার নিয়োগের পাশাপাশি প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। নিরাপত্তা ও শৃংখলা রক্ষাকে অগ্রাধিকার দিয়ে দুর্গাপূজাকে সুন্দর ও উৎসবমুখর করে তোলতে হবে। তিনি আরো বলেন, শারদীয় দুর্গা পূজা উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ন করতে পৌরসভার টিম সার্বক্ষনিক মাঠে থাকবে।
সদর উপজেলার ইউএনও আয়েশা আক্তার বলেন, দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ করতে পূজা চলাকালীন প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার ইউএনও আয়েশা আক্তার, সদর থানার ওসি অজয় চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ডাঃ অসিত রঞ্জন দাশ, সহ-সভাপতি অশোক কুমার মঙ্গল, পৌর শাখার সভাপতি কাউন্সিলর গৌতম কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, সাধারণ সম্পাদক এডভোকেট তুষার কান্তি মোদক প্রমুখ।
সভায় উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এছাড়াও পৌর এলাকার ৩৭টি মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com