বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের অভিযান ৩ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে বিএনপির সমাবেশে জি কে গউছ ॥ বাংলাদেশের পতাকার অবমাননা করলে মানুষ বরদাস্ত করবে না বানিয়াচঙ্গে গভীর রাতে দুটি দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষিন কোরিয়ায় বৃত্তি এবং উচ্চ শিক্ষায় সহযোগিতার আশ্বাস নবীগঞ্জের কিশোর মোস্তাকিন হত্যার ১০ দিন অতিবাহিত হলেও আসামীরা অধরা তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে প্রশিক্ষন ও কৃষি উপকরন বিতরন করলেন যুবদল নেতা সালেহ আহমেদ চুনারুঘাটের মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গলে ফেনসিডিলসহ আটক ৭০ বছরের বৃদ্ধার চোখের নালী অপারেশন করিয়ে ইনার হুইল ক্লাব সদস্যদের মুখে তৃপ্তির হাসি নবীগঞ্জে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋনের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্টিত নবীগঞ্জে সরকারি জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দুর্গাপূজাকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে পৌর এলাকার ৩৭টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন মেয়র আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জ সদর উপজেলার ইউএনও আয়েশা আক্তার। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা।
মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পূজা উৎসবকে সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আমাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পৌর এলাকার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা ও শান্তি-শৃংখলা বজায় রাখতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মেয়র বলেন, পূজা মন্ডপগুলোতে রাতে পাহাড়াদার নিয়োগের পাশাপাশি প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। নিরাপত্তা ও শৃংখলা রক্ষাকে অগ্রাধিকার দিয়ে দুর্গাপূজাকে সুন্দর ও উৎসবমুখর করে তোলতে হবে। তিনি আরো বলেন, শারদীয় দুর্গা পূজা উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ন করতে পৌরসভার টিম সার্বক্ষনিক মাঠে থাকবে।
সদর উপজেলার ইউএনও আয়েশা আক্তার বলেন, দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ করতে পূজা চলাকালীন প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার ইউএনও আয়েশা আক্তার, সদর থানার ওসি অজয় চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ডাঃ অসিত রঞ্জন দাশ, সহ-সভাপতি অশোক কুমার মঙ্গল, পৌর শাখার সভাপতি কাউন্সিলর গৌতম কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, সাধারণ সম্পাদক এডভোকেট তুষার কান্তি মোদক প্রমুখ।
সভায় উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এছাড়াও পৌর এলাকার ৩৭টি মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com