সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

শহরের শ্মশানঘাট রোড সংলগ্ন পানি নিস্কাশনের খাল অস্তিত্ত্ব হারিয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কালক্রমে ভরাট হয়ে যাওয়ায় হবিগঞ্জ পৌরসভার শ্মশানঘাট রোড সংলগ্ন পানি নিস্কাশনের খাল বর্তমানে অস্তিত্ত্ব হারিয়েছে। শ্মশানঘাট রোডের দক্ষিণ পার্শ্ব ঘেষে একসময় পানি নিস্কাশনের খাল ছিল। খালের দক্ষিন পাড়ের জমির মালিকগন তাদের যাতায়তের সুবিধার জন্য খালটি ক্রমান্বয়ে মাটি দিয়ে ভরাট করে ফেলেন। ফলে ওই খালের জমিটি বর্তমানে গাড়ী পার্কি, দোকানের মালামাল রাখা, ইট-বালুসহ নির্মাণ সামগ্রী রাখা ইত্যাদি কাজে অবৈধভাবে ব্যবহার করে আসছে একটি মহল। প্রায় ১২ বছর আগে হবিগঞ্জ পৌরসভার তৎকালীন কর্তৃপক্ষ ভরাট হয়ে যাওয়া ওই জমি পৌরসভার আয়বর্ধক প্রকল্প হিসেবে ব্যবহার করতে মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহন করে। কিন্তু পার্শ¦বর্তী জমির মালিকগনের বাধা ও মামলা দায়েরের কারনে পৌরসভার মার্কেট নির্মানের সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। মামলার বাদী ওই খালটি পৌরসভা ভরাট করেছে মর্মে উপস্থাপন করে। তাদের দাবী পৌরসভা খাল ভরাট করে পানি নিস্কাশন ব্যহত করেছে এবং পরিবেশের ক্ষতি করেছে। প্রকৃতপক্ষে তারাই ওই খাল ভরাট করে বর্তমানে অবৈধভাবে ওই জমি দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বর্তমানে ভরাট হয়ে যাওয়া রাস্তার পাশে সেই খালের জমিতে গাড়ী পার্কি, মালামাল লোড-আনলোড, দোকানের মালামাল রাখা, ইট-বালুসহ নির্মান সামগ্রী রাখা ইত্যাদি নানা কাজে অবৈধভাবে ব্যবহার করে আসছে পার্শ্ববর্তী লোকজন। ফলে এই জমিটির যথাযথভাবে কাজে লাগাতে পারছে না হবিগঞ্জ পৌরসভা। শ্মশানঘাট সংলগ্ন পানি নিস্কাশনের খালটি কালক্রমে ভরাট হয়ে যাওয়ায় ওই অঞ্চলের পানির নিস্কাশনও ব্যহত হচ্ছে। তাছাড়া পৌরসভা নির্মিত সিডিসি কাস্টার সেন্টার হতে পশ্চিম দিকে শ্মশানঘাট রোড দক্ষিন সংলগ্ন মূল্যবান জমিটুকু পৌরসভা যথাযথভাবে ব্যবহার করতে পারছে না। এ ব্যাপারে পৌরসভার মেয়র আতাউর রহমানের সাথে আলাপ করলে তিনি বলেন, এটি খুবই দুঃখজনক যে হবিগঞ্জ পৌরসভার অনেক জমি বেদখল হয়ে আছে। আমি নির্বাচিত হওয়ার পর হতে আমার পরিষদকে নিয়ে পৌরসভার সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বেশকিছু সফলতাও এসেছে। তবে পৌরসভার জমি উদ্ধারে আরো অনেক কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘শ্মশানঘাট সংলগ্ন পৌরসভার খাল ভরাট হয়ে যাওয়ায় ওই জমি পৌরসভার কোন কাজে আসছে না। জমিটি অবৈধভাবে একটি মহল দখল করে আছে। আমরা ওই জমিতে পানি নিস্কাশনের ড্রেন নির্মাণসহ এটিকে যথাযথ ব্যবহার করতে উদ্যোগ গ্রহন করবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com