মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

শহরের শ্মশানঘাট রোড সংলগ্ন পানি নিস্কাশনের খাল অস্তিত্ত্ব হারিয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কালক্রমে ভরাট হয়ে যাওয়ায় হবিগঞ্জ পৌরসভার শ্মশানঘাট রোড সংলগ্ন পানি নিস্কাশনের খাল বর্তমানে অস্তিত্ত্ব হারিয়েছে। শ্মশানঘাট রোডের দক্ষিণ পার্শ্ব ঘেষে একসময় পানি নিস্কাশনের খাল ছিল। খালের দক্ষিন পাড়ের জমির মালিকগন তাদের যাতায়তের সুবিধার জন্য খালটি ক্রমান্বয়ে মাটি দিয়ে ভরাট করে ফেলেন। ফলে ওই খালের জমিটি বর্তমানে গাড়ী পার্কি, দোকানের মালামাল রাখা, ইট-বালুসহ নির্মাণ সামগ্রী রাখা ইত্যাদি কাজে অবৈধভাবে ব্যবহার করে আসছে একটি মহল। প্রায় ১২ বছর আগে হবিগঞ্জ পৌরসভার তৎকালীন কর্তৃপক্ষ ভরাট হয়ে যাওয়া ওই জমি পৌরসভার আয়বর্ধক প্রকল্প হিসেবে ব্যবহার করতে মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহন করে। কিন্তু পার্শ¦বর্তী জমির মালিকগনের বাধা ও মামলা দায়েরের কারনে পৌরসভার মার্কেট নির্মানের সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। মামলার বাদী ওই খালটি পৌরসভা ভরাট করেছে মর্মে উপস্থাপন করে। তাদের দাবী পৌরসভা খাল ভরাট করে পানি নিস্কাশন ব্যহত করেছে এবং পরিবেশের ক্ষতি করেছে। প্রকৃতপক্ষে তারাই ওই খাল ভরাট করে বর্তমানে অবৈধভাবে ওই জমি দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বর্তমানে ভরাট হয়ে যাওয়া রাস্তার পাশে সেই খালের জমিতে গাড়ী পার্কি, মালামাল লোড-আনলোড, দোকানের মালামাল রাখা, ইট-বালুসহ নির্মান সামগ্রী রাখা ইত্যাদি নানা কাজে অবৈধভাবে ব্যবহার করে আসছে পার্শ্ববর্তী লোকজন। ফলে এই জমিটির যথাযথভাবে কাজে লাগাতে পারছে না হবিগঞ্জ পৌরসভা। শ্মশানঘাট সংলগ্ন পানি নিস্কাশনের খালটি কালক্রমে ভরাট হয়ে যাওয়ায় ওই অঞ্চলের পানির নিস্কাশনও ব্যহত হচ্ছে। তাছাড়া পৌরসভা নির্মিত সিডিসি কাস্টার সেন্টার হতে পশ্চিম দিকে শ্মশানঘাট রোড দক্ষিন সংলগ্ন মূল্যবান জমিটুকু পৌরসভা যথাযথভাবে ব্যবহার করতে পারছে না। এ ব্যাপারে পৌরসভার মেয়র আতাউর রহমানের সাথে আলাপ করলে তিনি বলেন, এটি খুবই দুঃখজনক যে হবিগঞ্জ পৌরসভার অনেক জমি বেদখল হয়ে আছে। আমি নির্বাচিত হওয়ার পর হতে আমার পরিষদকে নিয়ে পৌরসভার সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বেশকিছু সফলতাও এসেছে। তবে পৌরসভার জমি উদ্ধারে আরো অনেক কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘শ্মশানঘাট সংলগ্ন পৌরসভার খাল ভরাট হয়ে যাওয়ায় ওই জমি পৌরসভার কোন কাজে আসছে না। জমিটি অবৈধভাবে একটি মহল দখল করে আছে। আমরা ওই জমিতে পানি নিস্কাশনের ড্রেন নির্মাণসহ এটিকে যথাযথ ব্যবহার করতে উদ্যোগ গ্রহন করবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com