স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সাগরদিঘী পাড়ে জামায়াতের কেন্দ্রীয় কমিটির নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ পড়াকালে ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশের অনুমতি না নিয়ে গায়েবানা জানাযার নামাজের প্রস্তুতি নেয়। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানাযার নামাজ পড়তে বারণ করেন। এ সময় তাদের সাথে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। অন্যান্যরা সটকে পড়ে। ওসি (তদন্ত) আবু হানিফ জানান, নিষেধ থাকার পরও তারা গায়েবানা জানাযার প্রস্তুতি নিলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গায়েবানা জানাযার নামাজের প্রস্তুতিকালে কয়েকজন লোক ছুটাছুটি করছিল। তখন তাদের আটক করা হয়েছে। তাদের যাছাই বাছাই চলছে।