বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৬৫ গৃহহীনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে এ গৃহগুলো হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ গাজী মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, সিনিয়র সহকারী কমিশনার গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন প্রমুখ।
সভা শেষে নির্দিষ্ট গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৩০টি, ৩য় পর্যায়ে ২ ধাপে ১৩৯টি, ৪র্থ পর্যায়ের ২ ধাপে ২০২ সহ সর্ব মোট ৪৭১টি গৃহ প্রদান করা হয়েছে।