মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে নিখোঁজ নবীগঞ্জের দুই যুবক

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৮৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ইউরোপে পাড়ি দিতে উঁচু-নিচু পাহাড়, মরুভূমি আর বরফে ঢাকা দুর্গম বিপদসঙ্কুল পথ অতিক্রম করে ইরান থেকে তুরস্ক সীমান্ত পারাপার হওয়ার সময় নিখোঁজ হয়েছে মাসুদ ও পাবেল নামে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই যুবক। মাসুদ ৬ মাস ও পাবেল ৩ মাস ধরে নিখোঁজ। বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানেনা পরিবার। নিখোঁজ হওয়া একই গ্রামের দুই যুবকের পরিবারে চলছে কান্নাররোল। দিশেহারা পরিবারের সদস্যরা। পারিবারিক সূত্রে জানা যায়- ২০২২ সালের ডিসেম্বর মাসে দুবাই থেকে জাহাজে ইরান পৌঁছায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের দলাই মিয়ার ছেলে মাসুদ রানা (২১)। ৪ ভাই ১ বোনের মধ্যে মাসুদ ছিল সবার বড়। মাসুদ দেশে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে দালাল চক্রের খপ্পড়ে পড়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে চলতি বছরের ২৩ জানুয়ারী পাহাড়ি পথ বেয়ে ইরান হতে তুরস্ক প্রবেশের চেষ্টা করে। তুরস্কে অবস্থানরত দালাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জুয়েল মিয়ার মাধ্যমে ইরান-তুরস্ক যাওয়ার গেইমে ওঠে মাসুদ। এই গেইমে বাংলাদেশী ৮-১০ জনসহ ২৪ জন যুবক ছিল। উঁচু-নিচু পাহাড়, মরুভূমি আর বরফে ঢাকা দুর্গম বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে তুরস্ক সীমান্ত অতিক্রম হওয়ার সময় গেইমের সামনে থাকা মাসুদ ও আফগানিস্তানের ৩ যুবক সীমান্তরক্ষী বাহিনীর কবলে পড়ে নিখোঁজ হয়। অপর ২০ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে ইরান ফিরে আসে। এরপর থেকে প্রতিনিয়ত দালাল জুয়েলের সঙ্গে মাসুদের পরিবার যোগাযোগ করলেও ৬ মাসেও মাসুদের কোনো হদিস পাওয়া যায়নি। মাসুদের মা সাজনা বেগম জানান, ইউরোপে যাওয়ার স্বপ্নে আমার ছেলে রওয়ানা হওয়ার আগে বলেছিলো “আম্মাগো আমার জন্য দোয়া করিও পৌঁছে ফোন দিবো। ৬ মাস হলেও ছেলেতো আর ফোন করে না, আল্লাগো আমারের ছেলেরে ফিরাইয়া দেও” তিনি বার বার ছেলের স্মৃতি মনে করে মুর্ছা যাচ্ছিলেন। এদিকে একই কায়দায় দালালদের খপ্পড়ে পড়ে ইরান থেকে তুরস্ক যাওয়ার পথে নিখোঁজ সাতাইহাল গ্রামের সাবেক ইউপি সদস্য চুনু মিয়ার ছেলে শাহ পাবেল আহমেদ। তার পরিবার পরিবার জানায়- গত ১২ এপ্রিল ছাত্রলীগ নেতা শাহ পাবেল আহমদসহ ৩৫ জন যুবক ইরান থেকে তুরস্ক পথে যাত্রা শুরু করে। তুরস্ক সীমান্ত অতিক্রম করার সময় দালাল চক্রের সদস্যরা রাতের অন্ধকারে পাহাড়-পর্বত মরুভূমি আর বরফে ঢাকা দুর্গম রাস্তা পাড়ি দিয়ে তুরস্কে প্রবেশকালে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উপস্থিতি টের পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় ৮ জন যুবক একদিকে লুকিয়ে পড়ে এবং অন্যদিকে ২৭ জন যুবকের সঙ্গে পাবেল দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এর পর থেকে পাবেল নিখোঁজ হয়। ৩ মাস হলেও পাবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পাবেলের মামা সাইফুর রহমান তালুকদার জানান- শাহ পাবেল আহমদ (২৩) দেশের বাহিরে যাওয়ার কিছুদিন পূর্বে তার ছোট ভাই শাহ ফাহিম ও তার মা নাজমা তালুকদার মারা যান। নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে বার বার নিষেধ করা পরও জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেটে ইউরোপ যাওয়ার চিন্তা করে। কিন্তু তার ছোট বোন ও ভাইকে মানুষ করার আগেই সে হারিয়ে গেলো। ৪ ভাই বোনের মধ্যে পাবেল ছিলো সবার বড়। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন- “পাবেলের মা মারা যাওয়ার পর আমাদের কাছেই সে বড় হয়েছে, মা হারা পাবেলকে অনেক কষ্ট করে লালন-পালন করেছি। ইরান অবস্থানকালে ও তুরস্ক যাওয়ার গেইমে উঠার পূর্বে আমার সঙ্গে আমার ভাগিনার কথা হয়েছে। সে দোয়া চেয়ে বলেছিল মামা আমি পৌঁছে ফোন দিব, কিন্তু আর তাকে ফোনে পাইনি। তার সঙ্গে গেইমে থাকা সঙ্গীদের তথ্য অনুযায়ী পুলিশ তাদের দেখে অভিযান চালালে যে যার মতো দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এরপর থেকে পাবেলের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন- দালালরে ফোন দেই দরে না তিন মাস হয়ে গেল পাবেলের মাত হুনছিনা সরকারে যদি অকন আমার ভাগিনারের বাচাইয়া দেয় সরকারের কাছে ভিক্ষা চাই”। নিখোঁজ পরিবারের লোকজনের দাবি দালাল চক্রের সদস্যদের কঠোর শাস্তি দিলে অবৈধ পথে বিদেশ যাওয়া কমবে। মৃত্যু ঝুঁকির পথ বেয়ে ইরান-তুরস্ক সীমান্ত নিয়ে আল-আমিন আহমেদ নামে পাবেলের এক সহপাঠী জানান- আমি বর্তমানে ইরানে আছি, পাবেলের সঙ্গে একই গেইমে তুরষ্ক যাওয়ার কথা ছিল, গেইমের একদিন আগে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি। ইরান হতে তুরস্ক সীমান্ত অতিক্রম করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন- সীমান্তপথ পাড়ি দেয়া বর্তমানে অনেক ঝুঁকিপূর্ণ, অনেক উঁচু-নিচু পাহাড় অতিক্রম করতে হয়, পাশাপাশি মরুভূমি আর বরফে ঢাকা দুর্গম পথ পাড়ি দিতে হয়। ইরান-তুরস্ক গেইমের সামনে ও পেছনে দালাল চক্রের সদস্যরা থাকেন। রাতের অন্ধকারে কোনো ধরনের আলো ছাড়াই দালাল চক্রের সদস্যদের পিছনে-পিছনে যেতে হয়। কখনো দীর্ঘপথ মরুভূমি, আবার কোনো কোনো সময় উঁচু-নিচু পাহাড় কিংবা বরফে ঢাকা ঝুঁকিপূর্ণ পথ। পদে পদে মৃত্যুর ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করতে হয়। একটা সময় মানুষ অহরহর ইরান থেকে তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি দিয়েছে। তবে বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। তাদের হাতে আটক হলে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। আমি ৩-৪ বার গেইমে উঠেছি কিন্তু বার বার ব্যর্থ হয়েছি। আফিল উদ্দিন নামে এক দালাল জানান- আমি একটা সময় ইরান থেকে তুরস্ক মানুষ পাঠাতাম, তখন ৯৯% গেইম সাকসেস হত, বর্তমানে ঝুঁকি শতভাগ বেড়ে গেছে এ জন্য এখন আর মানুষ পাঠাইনা। তিনি ইরান থেকে সীমান্ত পাড়ি দিয়ে তুরস্ক না যেতে সবার প্রতি আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com