শনিবার, ১১ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জ পৌরসভার পৌণে ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৯৫ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ সবুজ, পরিচ্ছন্ন ও দক্ষ শহর গড়ার অঙ্গিকার নিয়ে আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য হবিগঞ্জ পৌরসভার পৌণে ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল সোমবার বিকেলে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ বাজেট ঘোষনা করেন। বাজেটে আয় দেখানো হয়েছে ৪৮ কোটি ৭৮ লক্ষ ৪৬ হাজার ৭শ ৪৮ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৪৭ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ১ শ ৪৯ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ৬৭ হাজার ৫শ ৯৯ টাকা।
ঘোষিত বাজেটে রাজস্ব তহবিলের আয় দেখানো হয়েছে ১৪ কোটি ৭ লক্ষ ৪৬ হাজার ৭ শ ৪৮ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১২ কোটি ৫৩ লক্ষ ৭৯ হাজার ১ম ৪৯ টাকা। উদ্বৃত্ত ১ কোটি ৫৩ লক্ষ ৬৭ হাজার ৫শ ৯৯ টাকা। উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৩৪ কোটি ৭১ লক্ষ টাকা। ব্যয়ও দেখানো হয়েছে সমপরিমান টাকা। উন্নয়ন খাতে ব্যয়ের মাঝে উল্লেখযোগ্য রয়েছে রাস্তা, ড্রেন ও অবকাঠামো উন্নয়ন ৫ কোটি ৭১ লক্ষ টাকা। কোভিড-১৯ প্রকল্পের রাস্তা, ড্রেন ও অবকাঠামো উন্নয়ন ২ কোটি ৫০ লক্ষ টাকা। বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন ৫ কোটি। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও অবকাঠামো উন্নয়ন ১ কোটি ৫০ লক্ষ টাকা। সৌরচালিত সড়কবাতি স্থাপন ও ড্রেন নির্মাণ ১০ কোটি টাকা। রুরাল এক্সেস রোড ইমপ্রোভম্যান্ট প্রজেক্ট ইন সিলেট ডিভিশন-এর রাস্তা, ড্রেন ও অবকাঠামো উন্নয়ন ১০ কোটি টাকা।
উন্নয়ন খাতে যে সকল খাত হতে আয় হবে সেগুলো হলো এডিপি ও রেভিনিউ, কোভিড-১৯ প্রকল্প, ২৫ পৌরসভা পানি ও স্যানিটেশন প্রকল্প, প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প, জলবায়ু প্রকল্প এবং রুরাল এক্সেস রোড ইমপ্রোভম্যান্ট প্রজেক্ট ইন সিলেট ডিভিশন। পৌরসভার রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যয় দেখানো হয়েছে রাস্তা, ড্রেন ও অবকাঠামো উন্নয়ন ২ কোটি ১০ লক্ষ টাকা। কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৩ কোটি ৬১ লক্ষ ৭৫ হাজার ৭শ ৪৮ টাকা। বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন-খাল পরিস্কার ১ কোটি ৫৯ লক্ষ ১০ হাজার টাকা। পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ৬০ লক্ষ টাকা ইত্যাদি। পৌরসভার রাজস্ব আয়ের মাঝে উল্লেখযোগ্য হলো পৌরকর ৪ কোটি ৫৪ লক্ষ ১২ হাজার ৭শ ৪৮ টাকা। স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ২ কোটি টাকা। হাটবাজার, বাসটর্মিনাল, জলাশয় ও পাবলিক লেট্রিন ইজারা ১ কোটি ৮৩ লক্ষ ২০ হাজার টাকা। টমটম পার্কিং ফি ১ কোটি ৩৫ লক্ষ টাকা ইত্যাদি। গত ২ বছরে পৌরসভার উন্নয়নে যে কাজগুলো করা হয়েছে সেগুলো হলো দীর্ঘদিন বন্ধ থাকার পর বাইপাস সংলগ্ন বড় ড্রেন নির্মানের কাজ চালু, শ্মশানঘাট পানির ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ করা হয়েছে যার সম্ভাব্য উদ্বোধন আগামী জুলাই মাসে, মেইন রোডের ড্রেন নির্মান কাজ চালু, পুরাতন পৌরসভার নিজস্ব ভূমিতে মার্কেট নির্মান কাজ চালু, চন্দ্রনাথ পুকুরে মার্কেট নির্মান কাজ শুরু, শ্মশানঘাটের সামনে নতুন হকার্স মার্কেট নির্মান সম্পন্ন, মহিলা কলেজ রোড ও বদিউজ্জামান খান সড়কে ড্রেনের উপর স্ল্যাব নির্মান, চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকায় অবৈধ টমটম পার্কিং উচ্ছেদ, যানজট নিরসনে কোর্ট ষ্টেশন এলাকায় ষ্টান্ড নির্মাণ এবং চৌধুরীবাজার খোয়াই নদীর পাড়ে আরেকটি ষ্টান্ড নির্মাণ প্রক্রিয়াধীন, গোসাইপুরের দীর্ঘদিনের অচল ড্রেন সচল করা, পাড়া মহল্লার আবর্জনা অপসারনের জন্য ব্যাটারী চালিত ইজি পিকআপ ক্রয়, ২০ বছরের ময়লা আপসারণ করে নতুন ডাম্পিং ষ্টেশনে স্থানান্তর ইত্যাদি। হবিগঞ্জ পৌরসভা আগামী অর্থ বছরে যে পদক্ষেপগুলো গ্রহন করবে সেগুলো হলো পৌর নাগরিকদের সার্বনিক নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা হেল্প লাইন চালু, পৌরসভার সকল প্রকার নাগরিক সেবা ডিজিটালাইজড করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবুজ পৌরসভা গড়ার লক্ষে ব্যাপক বৃক্ষ রোপন, পরিবেশ সুরার স্বার্থে ছাদবাগানকে উৎসাহিত করতে পৌরকর রিবেট সিষ্টেম চালু করা, পরিবেশ সুরায় শহরের সবগুলো পুকুরের পাড় সংস্কার ও সংরক্ষণ করা এবং কয়েকটি পুকুরে লাইটিং করা হবে যাতে করে পৌরবাসী রাতের নান্দনিক দৃশ্য উপভোগ করতে পারেন, নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্য্যবর্ধন পৃকল্প বাস্তবায়ন করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করে আরো ২ টি প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র নির্মাণ, রক্তের প্রাপ্যতা নিশ্চিত করতে পৌর ব্লাড ডোনেশন ডাটাবেইজ করা, শিক্ষার উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, চাকুরী প্রার্থীদের সহায়তা করতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন, বিদেশী ভাষা শিক্ষার (ইংলিশ/কোরীয়ান) মাধ্যমে বেকার যুবকরা যাতে প্রবাসে গমন করে বৈদেশকি মুদ্রা অর্জন করতে পারে সে জন্য পৌরসভা ল্যাংগুয়েজ সেন্টার চালু করা, পুরাতন খোয়াই নদীতে পিপিপি ভিত্তিতে পৌরনাগরিকদের বিনোদন সুবিধা চালু করা, পুরাতন খোয়াই নদীর হাসপাতাল হতে শুরু করে সিনেমা হল রোড পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ করা এবং শহরের মূল রাস্তার উপর চাপ কমাতে ওয়াকওয়ের উল্টোদিকের রাস্তা সম্প্রসারণ করা, কিবরিয়া পৌর মিলনায়তন সংস্কার করে কমিউনিটি সেন্টার কাম বিনোদন সুবিধা চালু করা, পানি উন্নয়ন বোর্ডের সামনে পৌরসভার দখলমুক্ত জায়গায় একটি পুকুর খনন করে এর চারপাশ দৃষ্টিনন্দন করা হবে এবং আয়বর্ধক স্কিম বাস্তবায়ন করা। সংবাদ সম্মেলনের শুরুতে পর্দায় কার্যক্রম উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও সফিকুর রহমান সিতু। বাজেট ঘোষনার পর সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রশ্নের উত্তর দেন মেয়র আতাউর রহমান সেলিম। পৌরসভার সম্পদ রক্ষায় অবৈধস্থাপনা উচ্ছেদ, আয়বর্ধক প্রকল্প গ্রহন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার নানা উদ্যোগ, শহরের সৌন্দর্য্য বর্ধন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। তিনি পৌরসভার কর্মকান্ড এগিয়ে নিতে সাংবাদিকদের এবং সর্বস্তরের পৌরনাগরিকগনের সহযোগিতা কামনা করেন।’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com