শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

সাংবাদিক ছনি চৌধুরীকে হত্যার চেষ্টা ॥ নিরাপত্তা চেয়ে জিডি

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক টেলিভিশন ও বাংলা ট্রিবিউন-এর হবিগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন তিনি। শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরী করেন সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী। জানা যায়, কিছুদিন যাবত সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী স্বপরিবারে নানার বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম অবস্থান করছেন। গত বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় হবিগঞ্জে পেশাগত দায়িত্বপালন শেষে নানার বাড়ীতে যান তিনি। ওইদিন দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে বসত ঘরের দণি পাশের রুমের পূর্বের জানালার পাশে বসা অবস্থায় অজ্ঞাতনামা লোকজন হাতে দা নিয়ে সাংবাদিক ছনি আহমেদ চৌধুরীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে কুপ মারে। উক্ত কুপ জানালার গ্রিলে লেগে প্রতিহত হয়। এতে তিনি প্রাণে বেঁচে যান। এ সময় তার শোর-চিৎকার শুনে বাড়ির লোকজন ও আশপাশ লোকজন ঘুম থেকে উঠে আসলে অজ্ঞাতনামা লোকজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধি কর্তৃক সরকারী চাল চুরি, বিভিন্ন অপকর্ম ও অনিয়ম দুর্নীতি নিয়ে নিউজ করার ফলে ইতিপূর্বে ২০২০ সালে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেয়া হয়। আমি হুমকির বিষয়ে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে ২০২০ সালের ০৯ মে জিডি নং-৪২১, ২৩ আগস্ট জিডি নং-১৩০৭ দায়ের করি। বৃহস্পতিবার রাতে প্রাণে হত্যার চেষ্টার ঘটনার পর শনিবার নবীগঞ্জ থানায় আমি আরও একটি জিডি করেছি। জিডি নং ১৪৪৪। আমি প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন-ঘটনার পর পর সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জিডি করেছেন পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com