সোমবার, ২৬ মে ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার

  • আপডেট টাইম রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার হবিগঞ্জ আসবেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কবির বিন আনোয়ার। তিনি বিকেলে ৩টায় জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধন করবেন। এই স্মার্ট কর্ণার থেকে অন লাইনে কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষাসহ আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন দলের অনলাইন অ্যাক্টিভিস্টরা।
স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে টাউন হলে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তৃতা করবেন কবির বিন আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com