বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস পালন পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭ ই মার্চ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে এবং পল্লী জীবিকায়ন প্রকল্প অফিসার শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মোঃ আবু সিদ্দীক, মোস্তাক আহমদ মিলু, শাহ রিজভী আহমদ খালেদ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দুলাল চৌধুরী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল প্রমুখ।
পুস্পস্তবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দীকি, গৌর চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার এ কে এম মাকসুদুল আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্প্াদক মোঃ সেলিম তালুকদার, অধ্যাপক রুপেশ দাশ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, বিপুল চন্দ্র দেব, সমবায় অফিসার ইসমাইল তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া হোসেন, অঞ্জন পুরকায়াস্থ, উপজেলা মহিলালীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম চৌধুরীনহ অন্যান্য সংগঠনের নের্তৃবৃন্দ। সভাশেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন উত্তম কুমার পাল হিমেল। বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com