সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে পূর্ববিরোধ নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৪৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পূর্বশত্র“তার জের ধরে সংঘর্ষে মহিলা সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত উপজেলার চৌমূহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের দুধ মিয়ার স্ত্রী রওশনারা ইয়াছমিন রুবি (৩০) জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তার পিতা হত্যার আসামি পার্র্শ্ববর্তী বাড়ির সালাউদ্দিন (৩২), জসিম উদ্দিন (২৫) ও তাদের পিতা জিয়াউদ্দিন (৫৫) সহ কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায়। তার স্বামি দুধ মিয়া (৩৫) তাকে বাচাতে গেলে সেও হামলার স্বীকার হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে রুবিসহ ৫ জন আহত হয়। আহত রুবি, দুধ মিয়া ও সালাউদ্দিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com