মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় পুলিশ ডাকাতদের নিকট থেকে ডাকাতির সরঞ্জামাদি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করেছে। আটক ডাকাতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল কতুব গ্রামের রহমত উল্লার পুত্র মইনুল হক (৩০), মৃত আব্দুল মালেকের পুত্র মুকিত (৩৬), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাহাদুরপুর প্রকাশ উকলিপুর গ্রামের মৃত আজিজ মিয়ার পুত্র ছালিক মিয়া (৪২) ও ছেরাগ আলীর পুত্র মর্তুজ আলী (৩২)।
পুলিশ জানায়, গত রোববার গভীর রাতে এক দল ডাকাত নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাতুল্লা গ্রামে রসিক মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় এলাকাবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া দিয়ে উল্লেখিত ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। তবে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ৪ ডাকাতকে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দিলে থানার সেকেন্ড অফিসার মোঃ শাহাজানের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে থানা নিয়ে আসে এবং ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, শাবল, লোহার রড, নৌকা উদ্ধার করেন। এব্যাপারে থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়েছে। আটককৃত ডাকাতদের সোমবার বিকেলে কোটে প্রেরন করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার ছাতকসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে বলে জানা গেছে।