মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

উমেদনগর মাদ্রাসায় জুমার খুৎবায় মাহমুদ মাদানী রাস্তার পাগল পাগল নয়, যারা আল্লাহর সাথে নাফরমানী করছে তারাই প্রকৃত পাগল

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ উমেদনগর টাইটেল মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন উপলক্ষে প্রধান মেহমান হিসাবে আওলাদে রাসুল (সাঃ) মাওলানা মাহমুদ আসআদ মাদানী জুমার খুৎবায় বলেছেন- আল্লাহর অগনিত নেয়ামতের কথা কেউ গুনে শেষ করতে পারবে না। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। হাতের নেয়ামত, পায়ের নেয়ামত, চোখের নেয়ামত, কথা বলার নেয়ামত, মানুষের কথা শুনার নেয়ামত ইত্যাদি নেয়ামতে পরিপূর্ণ আমরা। কিছু মানুষকে আল্লাহ ব্যতিক্রম হিসাবে বানিয়েছেন। তাদের হিতাহিত জ্ঞান নেই। ভাল মন্দ বুঝার কোনো জ্ঞান নেই। আল্লাহ তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। আল্লাহর ব্যতিক্রম সৃষ্টি এসব মানুষকে আমরা পাগল বলি। রাস্তার পাগল প্রকৃতপক্ষে পাগল নয়। প্রকৃত পাগল হচ্ছে তারা, যারা জ্ঞান বুদ্ধি থাকার পরও আল্লাহকে চিনেনি। আল্লাহর হুকুম আহকাম পালন করেনি, রাসুল (সাঃ) এর দেখানো পথে চলেনি, নামাজ পড়েনি, রোযা রাখেনি, সামর্থ্য থাকার পরও যাকাত দেয়নি, হজ্জ করেনি, আল্লাহর সাথে নিয়মিত নাফরমানী করে চলেছে। এইসব পাগলের কঠিন হস্তে বিচার করা হবে। তিনি বলেন- আমরা আল্লাহর রাস্তায় এক পা এগুলে আল্লাহ আমাদের দিকে তার রহমত নিয়ে দশ পা আগান। তিনিই হচ্ছেন আল্লাহ। আমাদের উচিৎ আল্লাহর পথে চলা, রাসুল (সাঃ) এর দেখানো পথে চলা। প্রায় ৩১ মিনিটের জুমার খুৎবায় আল্লামা মাহমুদ মাদানী বিশ^ ব্যাপী ইসলামের ব্যাপক প্রচার ও প্রসারের কথা জানান। উর্দুতে দেয়া আল্লামা মাহমুদ মাদানীর বয়ানের সারমর্ম পরবর্তীতে বাংলায় ব্যাখ্যা করেন মাওলানা তাফহিমুল হক।
উল্লেখ্য, মাওলানা মাহমুদ মাদানীর দাদা হুসাইন আহমদ মাদানীর দেয়া নামানুসারে উমেদনগর টাইটেল মাদ্রাসার নামকরণ করা হয় জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, পরবর্তীতে মাহমুদ মাদানীর পিতা মাওলানা আসআদ মাদানীও উমেদনগর মাদ্রাসার বিভিন্ন সম্মেলনে উপস্থিত থাকতেন। ৬৫তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন উপলক্ষে গতকাল শুক্রবার উমেদনগর মাদ্রাসায় দেশ ও বিদেশের বিভিন্ন আলেমগন বয়ান করেন। জুমার নামাজে হবিগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিদ পৌর মেয়র আলহাজ্জ জিকে গউছ, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার ড. শাহ নেওয়াজ, বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামাসহ কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com