সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে পিকআপের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত নাজিরপুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ১০ ভোট সেন্টার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি যারা করে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে ভারত থেকে ফেরার পথে সীমান্তে ব্যবসায়ী আটক জিকে গউছকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার কথিত সোর্স জয়নালসহ ৩ জন অপরাধী গ্রেপ্তার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন বানিয়াচংয়ে অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদের ইন্তেকাল ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ আওয়ামীলীগ অন্যায় করেছে বলেই তাদের এমন পরিণতি হয়েছে শহরে ফুঁ পার্টির সদস্যসহ বিভিন্ন মামলার আসামি কারাগারে প্রেরণ

সদর উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধনকালে এমপি আবু জাহির বিএনপি দেশকে পেছনে টেলে দেয় আর আওয়ামী লীগ এগিয়ে নেয়

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২১৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চার কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ সদর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার দুপুরে চার তলা এ ভবনটির উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় এ ভবনটি নির্মাণ করেছে সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিধপ্তর (এলজিইডি)। এর মধ্য দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের জায়গা সংকুলানের ব্যবস্থা হল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বিএনপি গুজব, ষড়যন্ত্র ও জ্বালাও-পোড়াও রাজনীতির মাধ্যমে দেশকে পেছনে টেলে দেয়। আর আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। এ সময় উপস্থিত সুধীবৃন্দ হাত তুরে তাঁর বক্তৃততার প্রতি সমর্থন জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও এলজিইডির উপসহকারি কর্মকর্তা এমদাদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com