স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের বরখাস্ত প্রধান শিক্ষক কামাল হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই প্রধান শিক্ষক হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করে এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত বছরের ২১ এপ্রিল ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আয়া রুবনা বেগম শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। এদিকে মামলার আসামী বরখাস্ত প্রধান শিক্ষক কামাল হোসেন হাই কোর্ট থেকে জামিনে আসেন। গতকাল তিনি হবিগঞ্জের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
জানা যায়, বহু অপকর্মের হোতা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে। এ সকল অভিযোগের তদন্ত শুরু হলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট কমিটি অডিট রিপোর্ট, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক অডিট রিপোর্ট প্রদান করা হয়। এছাড়াও ওই বিদ্যালয়ের আয়াকে যৌন হয়রানি করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে তদন্তের জন্য প্রেরণ করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ওই মামলায় আদালতে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীসহ এলাকাবাসী ওই বরখাস্ত প্রধান শিক্ষক কামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।