রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার অশোভন আচরণ ॥ কাজ বন্ধ করেছেন ঠিকাদাররা

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা সফিকুল ইসলামের অশোভন আচরণের কারণে ১ সপ্তাহ ধরে ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন। এতে একদিকে যেমন উত্তেজনা বিরাজ করছে, অন্যদিকে কাজ বন্ধ থাকার কারণে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি।
জানা যায়, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুত সমিতির এজিএম ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের বিভিন্ন দুর্নীতি ও অশোভন আচরণের কারনে ২৯ আগস্ট থেকে পল্লী বিদ্যুত সমিতির সকল ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন। ৮ দিন অতিবাহিত হবার পরও বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পাশাপাশি সরকার কয়েক লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। অনেক গ্রাহকদের লাইনের অনুমতি হয়েছে তবুও ঠিকাদাররা কাজ বন্ধ রাখার কারণে বিদ্যুত ব্যবহার করতে পারছেন না। অন্যদিকে ঝড় তুফানে ট্রান্সফরমার বিকল হয়েছে কিন্তু মেরামত হচ্ছে না। এনিয়ে গ্রাহকরা টানাপোড়নে পড়েছেন। যে কোনো সময় ঠিকাদার ও সফিকুল ইসলামের লোকদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে কয়েকজন ঠিকাদার জানান, অবিলম্বে সফিকুল ইসলামকে প্রত্যাহার করতে হবে। না হলে সমাধান হবে না। পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোতাহের হোসেন জানান, বিষয়টি আমি সমাধানের চেষ্টা চালাচ্ছি। সমিতির সভাপতি ফরিদ আহমেদসহ অন্যদের সাথে কথা বলেছি। তবে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করবো। সমাধান না হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com