মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

মাধবপুরে ২টি রাবার ড্যামের ৫শ মিটার এলাকাকে সংরক্ষিত ঘোষণা ॥ বালু উত্তোলন বন্ধে লাগানো হয়েছে সাইনবোর্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ও বহরা ২ টি রাবার ড্যাম এলাকার উভয় পাশে ৫শ মিটার করে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষনা করা হয়েছে। ড্যাম এলাকার ৫শ মিটারের মধ্যে বালু, মাটি উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন রাবার ড্যাম এলাকায় গিয়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগান।
এ সময় বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, রাবার ড্যাম সভাপতি আবুল মোবারক, সাধারন সম্পাদক সুজন মিয়া সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন যাবত একটি চক্র চৌমুহনী রাবার ড্যাম ও বহরা রাবার ড্যাম এলাকার সোনাই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। বড় বড় ইঞ্জিন চালিত মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সোনাই নদীর চৌমুহনী রাবার ড্যাম টি ভেঙ্গে নদী গর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com