সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

লাখাইয়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২২০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে উপজেলায় ৩ শত ৫০ জন কৃষকের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় লাখাই উপজেলা হল রুমে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও অমিত ভট্রাচার্যের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের সুযোগ সুবিধা দিয়ে আসছেন এবং বিনামূল্যে ভর্তুকি দিয়ে কৃষকদের কৃষিকাজ করার জন্য অনেক সরঞ্জামাদী প্রদান করে আসছেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন লাখাই উপজেলা পরিষদের সিএ মোহন দাশ।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলা ভুমি কমিশনার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত দেওয়ান শহিদুল ইসলাম,লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com