শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে বন্যাতদের মাঝে এড: আলমগীর চৌধুরীর ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় প্রতিদিন ছুটে যাচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ভানবাসী মানুষের পাশে গিয়ে খোজঁখবর নিচ্ছেন। তাদের হাতে তোলে দিচ্ছেন শুকনো খাবারসহ রান্না করা খাবার। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার ৭নং করগাওঁ ইউনিয়নের শেরপুর, লক্ষিপুর, দুর্গাপুর, পাঞ্জারাই, গুমগুমিয়া, মাধবপুর, করগাওঁ, তারনগাও, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষদের দেখতে ছুটে যান। তিনি তাদেও দুঃখ দুর্দশার কথা মনোযোগ সহকারে শুনে প্রাকৃতিক এই দুর্যোগে ধৈয্যের সাথে মোকাবেলার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রান সামগ্রী সহায়তা প্রদান করছেন। এই সব ত্রান যাহাতে প্রকৃত বন্যার্তদের হাতে পৌছে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বৃত্তশালী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বন্যার্তদের পাশে দাড়িয়েছেন। এ জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় সকল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদেও মাঝে একবেলা রান্না করা খাবার পরিবেশন করেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, এডভোকেট সুবল দাশ, ফরহাদ চৌধুরী প্রমূখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com