বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

নবীগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩০০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার সার্বিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করতে যাচ্ছে। বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন’কে বন্যা দূর্গত এলাকা ঘোষনা করা হয়েছে। কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১নং বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের জগন্নাথপুর বাজার সংলগ্ন ঢালা দিয়ে তীব্র বেগে পানি প্রবেশ করায় ওই ইউনিয়নে ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে। রবিবার (১৯ জুন) রাত থেকে করগাওঁ ইউনিয়নে বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে দাড়িয়েছে। প্রায় সব ক’টি গ্রামের বেশীর ভাগ মানুষই পানিবন্দি হয়ে পড়েছেন। ইতিমধ্যে ১০ টি শিক্ষা প্রতিষ্টানে পানিবন্দি মানুষজন আশ্রয় নিয়েছেন। আশ্রয়কৃতদের প্রকৃত সংখ্যা জানা না গেলেও ধারনা করা হচ্ছে কমপক্ষে ৫ শতাধিক পরিবার হবে। এছাড়া নবীগঞ্জ-পাঞ্জারাই রাস্তার করগাওঁ নামক স্থানে রাস্তা তলিয়ে পানি প্রবেশ করছে। এছাড়া গ্রামের ভিতরের অনেক রাস্তাই পানিতে তলিয়ে গেছে। অনেকে ধান, গৃহপালিত গবাদি পশু, শিশু ও বৃদ্ধ লোকদের নিয়ে পড়েছেন বিপাকে। ঘরের ভিতরে পানির মাঝে এ সব নিয়ে থাকতেও পারছেন না। ছুটে বেড়াচ্ছেন আত্মীয় স্বজনদের বাসাবাড়ি অথবা আশ্রয় কেন্দ্রে। এক দিনের ব্যবধানে করগাওঁ ইউপির অনেক এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া পৌরসভার প্রায় ৭/৮ টি গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। উপজেলার ২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের ফার্মের বাজার সংলগ্নস্থানে মেইন রাস্তা ডুবে পানি উপছে ঢুকছে।
করগাও ইউনিয়নে প্রায় সব ক’টি গ্রামই এখন বন্যায় আক্রান্ত বলে জানিয়েছেন চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা। তিনি বলেন, ইতিমধ্যে দুর্গাপুর প্রাইমারী স্কুল, লক্ষিপুর প্রাইমারী স্কুল, শেরপুর প্রাইমারী স্কুল, আঞ্জব আলী হাইস্কুল, মুক্তাহার প্রাইমারী স্কুল, তারনগাওঁ স্কুল, পাঞ্জারাই স্কুল, গুমগুমিয়া স্কুল ও নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজে ওই ইউনিয়নের পানিবন্দি মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেক বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা বলেন, করগাওঁ ইউনিয়নে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করছে। তিনি ওই ইউনিয়নকে বন্যা দূর্গত এলাকা ঘোষনার দাবী জানিয়েছেন। পৌর এলাকার রাজাবাদ এলাকার কান্দিপাড়ার প্রায় ২০/৩০ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। প্রায় ৬ টি পরিবারকে রাজাবাদ স্কুলে আশ্রয় দেয়া হয়েছে। বাকী লোকদের এখনও কোন ব্যবস্থা হয়নি। গঞ্জা প্রাইমারী স্কুলে প্রায় ৮/১০ টি পরিবার আশ্রয় নিয়েছেন। নবীগঞ্জ সরকারী কলেজে প্রায় ৮০টি পরিবার আশ্রয় নিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত সরকারী কোন দায়িত্বশীল কর্মকর্তা ১নং ও ৭ নং ইউনিয়নে যাননি। শুধুমাত্র গালিমপুর-মাধবপুর আশ্রয় কেন্দ্র ব্যতিত অন্যান্য আশ্রয় কেন্দ্রে সরকারী সহায়তা পৌছার খবর পাওয়া যায়নি। এদিকে নবীগঞ্জ ইউনাইটেড ক্লাব, এক মুঠো হাসি ও আফরা সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন বন্যার্তদের পাশে দাড়িয়ে কাজ করতে দেখা গিয়েছে। ১নং ইউনিয়নের চেয়ারম্যানের ফোন অফ থাকায় বক্তব্য নেয়া যায়নি। ওই ইউপির আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ বলেন, ওই ইউনিয়নকে দূর্গত এলাকা ঘোষনা করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে এখন পর্যন্ত ওই ইউনিয়নে বন্যার্ত মানুষদের দেখার জন্য সরকারী বা দায়িত্বশীল কোন ব্যক্তি আসেননি, যা দুঃখ জনক। পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী পৌর এলাকায় আশ্রয় নেয়া লোকদের দেখতে বিভিন্ন স্কুল কেন্দ্র পরিদর্শন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com