সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

মনি আহ্বায়ক, নূরুল আমীন ও সাজিদ যুগ্ম আহ্বায়ক ॥ বাহুবল মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ২০৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মানবজমিন প্রতিনিধি নূরুল ইসলাম মনিকে আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা নূরুল আমীন এবং ডেইলি অবজারভার প্রতিনিধি এম. সাজিদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কাবের সভাপতি নূরুল ইসলাম নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিনের পরিচালনায় সাধারণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা নূরুল আমীন, এম. সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, পংকজ কান্তি গোপ টিটু, সাইফুর রহমান জুয়েল, এম এ মজিদ তালুকদার, মইনুল ইসলাম, শাহ রাসেল আহমেদ, মোঃ নজরুল ইসলাম, সোহেল আহমেদ, ইসমাঈল মাহমুদ ফিরোজ, মনিরুল ইসলাম শামিম, সামিউল ইসলাম প্রমুখ। আহ্বায়ক কমিটি আগামি এক মাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠনের ল্েয নির্বাচনের আয়োজন করবে। এছাড়াও সভায় ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল হান্নান রেনুর চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আজ (সোমবার) প্রেসক্লাব সদস্যরা অসুস্থ আব্দুল হান্নান রেনুকে দেখতে যাবেন এবং উক্ত সহায়ত পৌছে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com