রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭ কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন হবিগঞ্জ পৌর মেয়র সেলিম হাইকোর্টের আদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

মজলিশপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার মোহাম্মদ আলীর বিরুদ্ধে মজলিশপুর গ্রামের এক প্রবাসীর বাড়িঘরে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ ও রাতের আঁধারে জোরপূর্বক বাড়ির উপর দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই প্রবাসীর পরিবার। তারা জীবনের নিরাপত্তার জন্য ইউপি সদস্য মোহাম্মদ আলী, আয়ুব আলী গংদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের অবগত করেছেন। অভিযোগে জানা যায়, মজলিশপুর গ্রামের বাসিন্দা ফ্রান্স প্রবাসী মোঃ হারুনের পিতা মরহুম হাজী খোদা বখস্ ১৯৯৪ সালের দিকে তার ৩৩ শতক জায়গা স্কুল নির্মাণের জন্য দান করেন। পরবর্তীতে সেখানে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। কিন্তু ওই স্কুলের ৩৩ শতক জায়গার মধ্যে ১৮ শতক জায়গা এলাকার চিহ্নিত ভূমিদস্যু ইউপি সদস্য মোহাম্মদ আলী গংরা জোরপূর্বক দখল করে সেখানে গাইডওয়াল নির্মাণ করে ফসলাদী চাষ করছে। অবৈধ কর্মকান্ডে প্রবাসী হারুনের পরিবারের সদস্যরা বাঁধা দিলে মোহাম্মদ আলী গংদের সাথে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে স্কুলের জায়গা উদ্ধারে গ্রামবাসীরা চেষ্টা করলেও মোহাম্মদ আলী গংদের কাছে থেকে অদ্যাবদী পর্যন্ত ওই জায়গা উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়াও প্রবাসী হারুনের বাবার এসএ ৬১৫.৬১৯ দাগের খরিদা স্বত্ব দখলীয় ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন মেম্বার মোহাম্মদ আলী। প্রবাসী হারুনের পারিবারিক সূত্র জানায়, বর্তমান আরএস জরিপে বর্ণিত এসএ ৬১৫.৬১৯ দাগের ভূমিটির প্রকৃত মালিক হারুনের বাবা। কিন্তু তৎকালীন সময় কিছু অসাধু জরিপকারক মোহাম্মদ আলী গংদের দ্বারা বশিভূত হয়ে অবৈধভাবে ১০৯৮ দাগের ভূমিতে রাস্তা উল্লেখ করে স্ক্যাচম্যাপ তৈরী করে সরকারের নামে ০.৭৫০ শতক ভূমি রেকর্ডভূক্ত করে। অথচ ওই দাগের পাশেই রাস্তা রয়েছে। পরবর্তীতে তা সংশোধনের জন্য ২০০৯ সালে হারুনের পিতা হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ আদালত ৪১নং স্বত্ব মামলা করেন। এ প্রেক্ষিতে ২০১৯ সালে আরএস ১০৯৮ দাগ রেকর্ড অবৈধ ঘোষণা করে হারুনের পিতার পক্ষে রায় ঘোষণা করা হয়। সে সময় আদালতের রায়েও প্রমাণিত হয় বিরোধপূর্ণ দাগে কোন সময়ই রাস্তা ছিল না। বর্তমানে হারুনের বাবা মারা যাওয়া ওই জায়গায় ঘর বাড়ি বানিয়ে তিনিসহ তার ভাইয়েরা বসবাস করে আসছেন। কিছুদিন পূর্বে ইউপি সদস্য মোহাম্মদ আলী তার লোকজন নিয়ে প্রচার করেন ওই জায়গায় রাস্তা নির্মাণ করবেন। এ বিষয়টি অবগত হয়ে আদালতে হারুনের ভাই অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত ১৫ দিনের মধ্যে কারণ দর্শনোর নির্দেশ দেন। এ ছাড়াও স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান এতে কোন সাড়া দেননি। পরবর্তীতে ওই রাস্তা সরকারি বরাদ্দ না দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়। এতে প্রবাসীর পরিবার কোন ধরণের প্রতিকার পাননি বরং মেম্বার সেখানে জোরপূর্বক রাস্তা নির্মাণ করবে প্রবাসীর পরিবারের সদস্যদের হুমকি দেন। গতকাল রাত ২টার দিকে প্রবাসীর বাড়িতে ইউপি সদস্য মোহাম্মদ আলী তার লোকজনদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় বাড়ির গোয়াল ঘর ভাংচুর এবং খড়ের স্তপে অগ্নিসংযোগ করা হয়। শুধু তাই নয়, এক্সকেভেটর দিয়ে মাটি কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেন মেম্বার। প্রবাসী হারুনের ভাই ফারুক মিয়া জানান, মোহাম্মদ আলী, আয়ুব আলী গং এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে। এ সময় তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com