রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, কৃষক বাঁচলে তবেই দেশ বাঁচবে। কৃষকরা বেশি পণ্য উৎপাদন করলে দেশে খাদ্য সংকট হবে না। তাই কৃষকদের আগে বাঁচাতে হবে। বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে এই আলোচনা সভা আয়োজন করে জেলা কৃষক লীগ। এতে এমপি আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষকরা এখন ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন। তাদেরকে এখন সারের জন্য হাহাকার করতে হচ্ছে না। বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষকদেরকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়ার জন্য কারছেন। কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও সুবিধার জন্য তিনি নানা কার্যকরী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন।
এমপি আবু জাহির বলেন, কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে সরকার। কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বীজ, সার, নগদ অর্থ ও কৃষি খাতে ব্যয় কমানোর জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। বীজ, সার নিয়ে কৃষকের মাঝে নেই কোনো হাহাকার। দেশে এখন সারের কোনো সংকট নেই। তিনি আরও বলেন, সঠিক সময়ে কৃষকের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি সরবরাহ করায় কৃষকরা তাদের কাড়িক্ষত ফসল ঘরে তুলতে পারছেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম এতে বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সহ সভাপতি এসকে শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এক বর্ণাঢ্য র‌্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে জেলা, পৌর ও সকল উপজেলা কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com