বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

নবীগঞ্জ পৌরসভার ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদ্বোধন ॥ সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দু’ দিনব্যাপী নবীগঞ্জ পৌরসভার ২৫ বছরপূর্তিতে রজত জয়ন্তী পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, অন্যান্য অতিতিবৃন্দসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ। এর আগে সকালে পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে পৌরসভা থেকে আনন্দ শোভা যাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়। বেলা ১২ টায় পৌরসভা প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা গুনীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলর যুবরাজ গোপের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান, পৌসসভার সাবেক কাউন্সিলর ও দৈনিক সময় পত্রিকার সম্পাদক আলা উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক সেলিম তালুকদার, প্রেসক্লাবের সিনিয়র সদস্য, অলিউর রহমান অলি, জাকির চৌধুরী, পৌর কাউন্সিলর ফজল চৌধুরী, চৌধুরী, কাউন্সিলর জাকির হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। এদিকে বিকেল ৩টায় পৌরসভার পক্ষ থেকে সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীসহ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের সংবর্ধনা সম্মাননা প্রদানের মাধ্যমে প্রথম দিনের কর্মসুচি সমাপ্ত ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com