বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ মর্তুজ আলীর ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা, হবিগঞ্জ চৌধুরী বাজারস্থ নারিকেল হাটার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ মর্তুজ আলী ইন্তেকাল করেছেন ( ইন্না… রাজিউন)। তিনি শনিবার বেলা ৩টা ২০ মিনিটে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানজার নামাজ পূর্ব মরহুমের চাচাত ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ খোরশেদ আলীর পরিচলনায় মরহুমের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর সভার প্রাক্তণ মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল। এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্ত রাখা হয়। এ সময় বক্তারা বলেন-হাজী মর্তুজ আলী একজন ভালো মানুষ ও সৎ ব্যবসায়ী ছিলেন। তারা মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের ২য় জানাজার নামাজ বেলায় ৩টায় মরহুমের নিজ গ্রাম আনোয়ারপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এর পূর্ব বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান, মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, আনোয়ারপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল মজিদ, কাজল মিয়া সর্দার, এস এম ইউসুফ, মরহুমের বড় ছেলে নজরুল ইসলাম প্রমুখ। মরহুমের উভয় জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন উল্লেখ্য, মরহুম ব্যবসায়ী হাজী মর্তুজ আলীর ৫ পুত্র সন্তানরা ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও ঠিকাদার আমিরুল ইসলাম লিটুন, শহিদুল ইসলাম মামুন ও জাকিরুল ইসলাম খোকন। তারা সকল তাদের মরহুম পিতার মাগফেরাত কামনায় জেলাবাসী কাছে দোয়া কামনা করেছেন। ব্যবসায়ী হাজী মর্তুজ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম সুরুজ আলী প্রমুখ। তারা মহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com