শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জে র‌্যালি-আলোচনা সভা ও কেক কেটে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, র‌্যালি ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো: আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার সর্বোচ্চ বিদ্যাপীট বৃন্দাবন সরকারীকলেজের অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানে বক্তব্য দেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসির জেলা প্রতিনিধি, মোঃ ফজলুর রহমান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি, মোহাম্মদ নাহিজ, চ্যানেলে আইয়ের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি, সায়েদুজ্জামান জাহির, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি, আবু সালেহ মো: নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক মানককন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আসিনুজ্জামান চৌধুরী রতন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক শায়েল, দৈনিক নয়া শতাব্দির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, বিশিষ্ট ঠিকাদার এনামুল মুহিত চৌধুরী সজল, মাসুম বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী, রিপা আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে করোনাসহ বিভিন্ন সামাজিক অসহায় মানুষের প্রতি দায়িত্ব পালনের জন্য হবিগঞ্জ রেডক্রিস্টে সোসাইটির কর্মী ও মুক্তিযোদ্ধ মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহমিনা গাজীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে একটি র্যা লি শহরে অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্পসময়ের মধ্যেই ঢাকাপোস্ট জনপ্রিয়তা অর্জন করেছে। ঢাকাপোস্টের জনপ্রিয়তা ধরে রাখতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com