স্টাফ রিপোর্টার ॥ করোনার অজুহাত দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ (অবঃ) মুহম্মদ আব্দুজ জাহের ও তার স্ত্রী লাভলী আরজুমান বানুর এক বছরের বেতনের টাকা আত্মসাত করছেন হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকার মদিনা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এখলাছুর রহমান। এমন অভিযোগ এনে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ (অবঃ) মুহম্মদ আব্দুজ জাহের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৯ মার্চ বেতনের টাকা দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এখলাছুর রহমান তাদেরকে প্রতিষ্ঠানে নেন। কিন্তু সেখানে তিনি তার আত্মীয় স্বজন ও দলবল রেখে বেতনের টাকা দেবেন না বলে জানিয়ে দেন এবং উল্টো বিভিন্ন অভিযোগে তাকে অভিযুক্ত করেন।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন, করোনাকালে শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট থেকে বিভিন্নভাবে টাকা আদায় করার পরও তিনি বলেন করোনাকালীন কোনো টাকাই আদায় করা হয়নি। অথচ প্লে থেকে ১০ শ্রেণি পর্যন্ত ভর্তি, মাসিক বেতন, নতুন ভর্তিসহ বিভিন্ন খাত থেকে প্রায় ৪০ লক্ষ টাকা আয় হওয়ার কথা। কিন্তু ওই স্কুলের চেয়ারম্যান নানা ফন্দিফিকিরের মাধ্যমে তাদেরসহ স্কুলের শিক্ষকদের বেতনের টাকা আত্মসাত করেন। এমনকি বেতনের টাকা চাওয়ায় চেয়ারম্যানের ছেলে আনাছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দিকে তেড়ে আসে। এ ছাড়া তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় বিষয়টি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা পংকজ, চৌধুরী ফরিয়াদ, রাসেল, অধ্যাপক পারভেজকেও জানানো হয়। তারা বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এখলাছুর রহমান হবিগঞ্জস্থ মাধবপুর সমিতির সদস্য হওয়ায় সমিতির সভাপতিকেও বিষয়টি অবহিত করা হয়। কিন্তু সমিতিও কোনো মিমাংসা করতে পারেনি। সর্বশেষ তিনি বিষয়টি সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকেও জানিয়েছেন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের আরও উল্লেখ করেন বাংলা, ইংরেজি শিক্ষার সনদবিহীন কোরআনে হাফেজ এখলাছুর রহমান কোর্ট স্টেশন এলাকার হাজী ইউনুছ মিয়ার পুত্র। তিনি প্রতারণার মাধ্যমে দীর্ঘ ২০ বছর ধরে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন কিন্তু আয়কর প্রদান করেন না। তিনি শিক্ষকদের টাকা আত্মসাত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে শহরে জায়গা-জমিসহ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি জেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন। কিন্তু ফল না পেয়ে অবশেষে গত ৩১ অক্টোবর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-১ আদালতে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন।