মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এর সিনিয়র সহকারী সচিব মাহবুবুল হক। গত শুক্রবার তিনি বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের কিশোর কিশোরী কাবের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ফিল্ড সুপারভাইজার সৈয়দ মিলন, জেন্ডার প্রমোটার হ্যাপি আক্তার, উক্ত ক্লাবের দায়িত্বপ্রাপ্ত আবৃত্তি শিক্ষক মখলিছ মিয়া। পরিদর্শনকালে সিনিয়র সহকারী সচিব মাহবুবুল হক কিশোর-কিশোরী ক্লাবের ছাত্রছাত্রীদের বিভিন্ন পারফরমেন্স দেখে অভিভূত হন। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই কিশোর কিশোরী ক্লাব থেকে যা শিখে যাচ্ছ, তা এলাকায় গিয়ে প্রচার করতে হবে। বাল্য বিবাহসহ সামাজিক ব্যাধি দূরীকরণে এই ক্লাব অগ্রনী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে এই কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে পারদর্শী হয়ে সমাজে মাথা উঁচুঁ করে দাড়াতে পারবে। সরকার যে উদ্দেশ্যে নিয়ে এই কিশোর কিশোরী ক্লাব গঠন করেছে তার সফল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে দেশের হাজার হাজার আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষকসহ কিশোর কিশোরী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।