মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বানিয়চং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসাররে সাথে মতবিনিময় করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা নির্বাচন কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ১নং উত্তর পূর্ব ইউনিয়ন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন ও ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের রিটার্নিং অফিসার মোঃ আরমান ভূইয়া, ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, ৬নং কাগাপাশা ও ৭নং বড়্ইউড়ি ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, ৮নং খাগাউড়া ও ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, ১০ নং সুবিদপুর ও ১১ নং মক্রমপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাফর ইকবাল চৌধুরী, ১২নং সুজাতপুর ও ১৩ নং মন্দরী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, ১৪নং মুরাদপুর ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার সৈয়দ হোসেন।