বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে অনশন ও সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার দাবি নিয়ে হবিগঞ্জে গণ অনশন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ কালিবাড়িতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করেছে জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এতে বক্তারা বলেছেনÑ সারাদেশেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকারীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। না হলে দেশে বিশৃংখলা হবে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। খবর পেয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সে সময় তাঁরা অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেন এবং জুস পান করিয়ে নেতাকর্মীদের অনশন কর্মসূচির নিরসন করেন। জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরের পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড হীরেন্দ্র দত্ত, জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জন বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কমরেড জুনায়েদ আহমেদ, কমরেড পীযূষ চক্রবর্তী, কমরেড সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি মুরলী ধর দাশ, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিভা ভূষণ গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, যুব ঐক্য পরিষদের আহবায়ক নারদ গোপ, ভূপিকা রঞ্জন দাশ, সাধন বড়-য়া, কালিপদ আচার্য্য, শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নীরেশ চন্দ্র দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com