শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

হবিগঞ্জে ৬৭২ মন্ডপে দূর্গাপূজার আয়োজন

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জে দূর্গাপূজার আয়োজনে জোর প্রস্ততি চলছে। আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর তাইতো সনাতন ধর্মাবলম্বী ঘরে ঘরে দেবী দূর্গার আগমনী বার্তা। ১১ অক্টোবর মহাষষ্ঠী পূজা। বোধন-অধিবাস, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও আরতির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ সংস্কৃতির প্রধান এই ধর্মীয় মহোৎসব। এদিন মন্ডপ থেকে মন্ডপে বেজে ওঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। এরপর থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ৫ দিনের উৎসব ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে ঘটবে এর সমাপ্তি। হবিগঞ্জে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কোথাও কোথাও চলছে তুলির শেষ আঁচড়।আবার কোন কোন সংঘ হবিগঞ্জ জেলার বাইরে থেকে প্রতিমা নিয়ে আসবেন। হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত বনিক জানান, ইতিমধ্যে কয়েকটি স্থানে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে।চলছে মন্ডপে সাজসজ্জা ও প্যান্ডের তৈরির কাজ। তিনি আরও জানান এবার হবিগঞ্জ জেলায় ৬৭২ টি পূজা অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ পৌর এলাকায় ব্যক্তিগতসহ ৩৫টিমন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলায় ৩৪৫ মেট্টিক টন চাল সরকারি অনুদান দেয়া হয়েছে। হবিগঞ্জ পৌরসভা পৌর এলাকায় প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকা দেয়া হবে। প্রতি বছর সংসদ সদস্য অনুদান দিয়ে থাকেন। তিনি জানান হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট সারাদেশে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা। গতবারের মতো এবারও শহরে শোভাযাত্রা বের করা হবে না। প্রতি মন্ডপ থেকে শহরের খোয়াই মুখ ও মাছুলিয়া ঘাটে বির্সজন দেয়া হবে। মন্ডপে ধর্মীয় সংগীত বাজানো হবে। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী ও ভলান্টিয়ারদের মাস্ক পড়ার আহ্বান জানান। আগামী ৩ অক্টোবর হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহিরের সাথে মতবিনিময় করবেন। আইন শৃংখলা বজায় রাখতে প্রশাসন বেশ তৎপর। গত ২৯ সেপ্টেম্বর ২০২১ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ এডভোকেট আলমগীর চৌধুরী, মেয়র, হবিগঞ্জ পৌরসভা আতাউর রহমান সেলিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। গত ২৮ সেপ্টেম্বর পূজা উদযাপন পরিষদ ও পৌর এলাকার ৩৫টি পূজা কমিটির সাথে মতবিনিময় করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com