মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

নবীগঞ্জে ২০ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলায় বিএনপির নেতা জামালের ১ বছরের সাজা

  • আপডেট টাইম রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০ লক্ষ টাকা চেক ডিজঅনার মামলায় উপজেলা বিএনপি নেতা মোঃ জামাল উদ্দিনের ১ বছরের সাজা প্রদান ও চেকের ২০ লক্ষ অর্থ দন্ড প্রদানের রায় প্রদান করেন হবিগঞ্জ নদায়রা জজ র্কোর্টে বিচারক মোহামম্মদ শহীদুল আমিন। মামলার বিবরনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের মৃত ইস্কান্দর আলীর পুত্র মোঃ জামাল আলী, শাহপরান এগ্রোফিশারীজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচালক তিনি। ওই প্রতিষ্ঠানের পরিচালক করার জন্য একই ইউনিয়নের বাউসা গ্রামের মৃত দরবেশ উল্লাহ পুত্র মোঃ জয়নাল আবেদিনের কাছ থেকে নগদ ও ব্যাংকের চেকের মাধ্যেমে ২০ লক্ষ টাকা নেন। পরে কোম্পানীর খোজ খবর নেওয়ার পর দেখাযায় প্রকৃত পক্ষে ওই কোম্পানীর কোন অসিত্ব নাই। পরে জয়নাল আবেদিন তার টাকা জন্য চাপ প্রয়োগ করলে তখন জামাল উদ্দিন গত ০৯-১০-১১ইং তারিখে ২০ লক্ষ টাকার চেক প্রদান করেন। জয়নাল আবেদিন চেক নিয়ে ব্যাংকে গেলে চেকটি ডিজঅনার হয়। এরপর জয়নাল আবেদিন জয়নাল আবেদিন টাকা চাইতে গেলে জামাল উদ্দিন দেই দিচ্ছি বলে বিভিন্ন মাধ্যমে সময় ক্ষেপন করেন। কোন উপায় না পেয়ে জয়নালআবেদিন কোর্ট মাধ্যমে নিগ্যান নোটিশ প্রদান করে মামলা দায়ের করেন। নালিশি দরখাস্তে (প্রর্দশর্নী-১) নালিশকারী হিসাবে প্রদত্ত স্বাক্ষর (প্রর্দশর্নী-১/১) তার। সোনালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার নালিশ চেকটি (নং৪২৯০১৮৬তাং ০৯-১০-১১ পরিমান ২০ লক্ষ টাকা) প্রদর্শনী = ২,১২/১২/২০১১ তারিখে ডিসঅনার স্মারক প্রদর্শনী-৩ ১/১/১২ নিগ্যাল নোটিশ এর কপি ডাক রশিদ প্রাপ্তি স্বীকাররপত্র প্রদশর্নী-৪ হিসাবে চিহ্নিত। মামলার সার্বিক প্রসিকিউশন পক্ষের উপস্থাপিত দালিলিক ও মৌখিক সাক্ষ্য দ্বারা আসামীর বিরুদ্ধে ১৮৮১ এর ১৩৮ অভিযোগ প্রমান করতে সক্ষম মর্মে প্রতীয়মান হয়। বিজ্ঞ বিচারক সার্বিক বিষয় বিবেচনা নিয়ে মামলায় অভিযুক্ত মোঃ জামাল উদ্দিনকে ১৮৮১ এর ১৩৮ ধারায় দোষি সাব্যস্তক্রমে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং চেকে সমপরিমান উল্লেখিত টাকার অর্থাৎ ২০ লক্ষ টাকা অর্থদন্ডে আনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড রায় প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com