বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ১৭ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। সভায় আইন-শৃংখলার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সভায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন হবিগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। বানিয়াচং সাবরেজিষ্ট্রার অফিসের সামনের সড়কে অবৈধ কাচাবাজার উচ্চেদের সিদ্ধান্ত হয়েছে। ১৮ আগস্ট মাকালকান্দি গণহত্যার স¥রণে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত অনুষ্টান ও নতুন আধুনিক স্মৃতিসৌধ উদ্বোধনের কথা সভায় জানানো হয়। এ ছাড়া কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করা ও রেজিষ্ট্রেশন কার্ড সংরক্ষনে রাখার জন্য তাগিদ দেওয়া হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্য মোহাম্মদ এমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন আহমেদ, ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, মৌঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, জয়কুমার দাশ, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্যী, কৃষিবিদ মোঃ এনামূল হক, ডাঃ ইশতিয়াক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com