নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজায় একটি প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাজাঁ উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল ২০ জুলাই রাত ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজায় অবস্থান নেয়। অভিযানকালে একটি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আনসার ভিডিপি’র এপিসি ও নবীগঞ্জ উপজেলা অফিসার এর বাসার নিরাপত্তাকর্মী জুয়েলসহ ৩ জনকে আটক করা হয়। ২১ জুলাই সকালে গাজা ভর্তি গাড়ীসহ আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শায়েস্তাগঞ্জ থানার নুরপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে এবং আনসার ভিডিপি এপিসি এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত গার্ড জুয়েল মিয়া (৩২), বাহুবল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৪) ও চুনারুঘাট থানার বানারগাঁও গ্রামের ফিরোজ আলীর ছেলে কামাল মিয়া (৩০)। তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগ দেয়া হয়। সেই সুবাধে হবিগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে এপিসি জুয়েল মিয়াসহ কয়েকজন আনসার সদস্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার সকালে উক্ত জুয়েল মিয়া কাউকে কিছু না বলেই কর্মস্থল নবীগঞ্জ নির্বাহী অফিসারের বাসভবন থেকে চলে যান। ওই দিন দিবাগত রাতেই গাজাসহ র্যাবের হাতে আটক হয় জুয়েলসহ ৩ জন।