সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

নবীগঞ্জের নোয়াগাও গ্রামে হামলা অগ্নিসংযোগ ॥ ১৫টি বাড়ি পুড়ে ছাই

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৯০ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ পুর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল ৬ মৌজার নোয়াগাঁও গ্রামে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। এছাড়া হামলাকারীরা নোয়াগাঁও গ্রামের লোকদের ১৫/১৬টি গরু, ছাগল, অসংখ্য হাঁস-মোরগ, প্রায় ৩ হাজার মন ধান লুটপাটসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থরা জানান, গত বুধবার (২৬ মে) রাতে উপজেলার পানিউন্দা ইউনিয়নের নোয়াগাঁও হাওরে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক) এর মালিকানাধীন ফিশারিতে অবস্থানরত পাহারাদার ও তার স্ত্রীকে বেদরক মারধর করে নোয়াগাঁও গ্রামের একদল দুর্বৃত্ত। আহত দম্পতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মামলাও করেন বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক)। এ ঘটনাকে কেন্দ্র করে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ ৬ মৌজার লোকজন শনিবার রাতে মিটিং করে মুক্তিযোদ্ধার ফিসারীতে হামলার পরিকল্পনা করা হয়। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ এলাকার মুরুব্বীদের নিয়ে বৈঠক করে দাঙ্গা হাঙ্গামায় না জড়ানোর জন্য অনুরোধ করেন। এরই মাঝে কয়েকশ লোক নোয়াগাঁও গ্রামে ঢুকে মুক্তিযোদ্ধার ফিশারী ও আশপাশের বাড়িঘরে হামলা, ভাংচুর করে। এক পর্যায়ে তারা বাড়িঘরে অগ্নি সংযোগ করে ১৫/১৬টি গরু, ১০/১৫টি ছাগল, হাসঁ মোরগ এবং প্রায় ৩ হাজার মন ধান লুট করে নিয়ে যায়। অগ্নি সংযোগের ফলে ১৫টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ধান-চালসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে ছাদ্দেক মিয়া, মাদ্দক মিয়া, হিরন মিয়া, কামাল মিয়া, আওলাদ মিয়া, আজাদ মিয়া, তাজুদ মিয়া, আফজল মিয়া, আব্দাল মিয়া, মহিবুর রহমান, রমজান মিয়াসহ ১৫ টি পরিবার। অগ্নিকান্ডে ও লুটপাটে ক্ষতির পরিমান ৬০/৭০ লাখ টাকা হবে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ক্ষতিগ্রস্থ লোকজন জানান, ৬ মৌজার লোকজন শনিবার রাতে মিটিং করে আমাদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটানোর সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করার পর তারা কার্যকর ব্যবস্থা নিলে এমন নির্মম ঘটনা হয়তোবা ঘটতো না। হামলার সময় ক্ষতিগ্রস্থরা প্রাণের ভয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ঘটনা¯’ল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান বলেছেন, নোয়াগাওঁ ফিশারীর পাড়ের বাসিন্দাদের বাড়িঘরে হামলার পরিকল্পনার খবর পেয়ে তিনি জেলা ও উপজেলার প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছেন। সকালেই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে ফোন আসে। এ ঘটনাটি দুঃখজনক।
এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেছেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com