শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম শনিবার, ৮ মে, ২০২১
  • ২৮২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার হাওড়ে শেষ হয়েছে বোরো ধান কাটা। কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও আকস্মিক বন্যা উপো করে ও নানা উৎকন্ঠার মধ্য দিয়ে নির্বিঘেœ শেষ হলো ধান কাটা। নবীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৮ হাজার ২৮৫ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে। তার মধ্যে হাওড়ে ৫ হাজার ৫৬৫ হেক্টর,সমতলে ১২ হাজার ৭২০ হেক্টর। এছাড়া অনাবাদি জমিতে ৪৮৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ১০ এপ্রিল থেকে বোরো ধান কাটা উৎসব শুরু হয়। প্রথম দিকে ধান কাটায় শ্রমিক-সংকট দেখা দেয় পরে প্রশাসনের অনুমতি সাপেে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটার শ্রমিক আনার উদ্যোগ গ্রহণ করা হয়। পরে শ্রমিকদের স্থানীয় বিদ্যালয়ে থাকার ব্যবস্থাও করা হয়। অপরদিকে কৃষকের ধান নির্বিঘেœ ঘরে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে এ বছর ১৫টি আধুনিক ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার ৭০ শতাংশ ভর্তুকিতে পৌঁছে দেয় সরকার। নতুন পুরাতন মিলিয়ে ৪২টি কম্বাইন হারভেস্টার মেশিন ধান কাটায় ছিল সার্বক্ষণিক। এর মধ্যে নবীগঞ্জের মকার হাওড়ের গোঁজাখাইড় অংশে ৫টি, শেরপুর অংশে ৭টি, ঘুঙ্গিয়াজুড়ি হাওড়ের নবীগঞ্জ অংশে ১৩টি, আগনা হাওড়ে ৩টি, হওলাগর হাওড়ে ৭টি, গজনাইপুরে ০২টি ও প্রত্যন্ত বড়ভাকৈর পশ্চিমে ২টি মেশিন ধান কাটছে। এর ফলে বৈশাখ মাসে কম সময়ে আধুনিক ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হাওড় অঞ্চলে প্রায় শতভাগ ধান কেটে ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। কম খরচে এবং স্বল্প সময়ে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কেটে ঘরে তুলতে পারায় খুশি হাওড় পাড়ের কৃষকরা। হাওড়ের পাশাপাশি সমতলে আবাদকৃত বোরো ধান প্রায় ৫০ শতাংশ কর্তন করা হয়েছে। এবছর বোরোধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৩০০ মেট্রিক টন। আব্দুল মন্নান নামে কৃষক জানান, যেখানে আমাদের বৈশাখ মাসের ধান ঘরে তুলতে ১মাস বা তারও অধিক সময়ে লেগে যেত সেখানে আধুনিক ধান কাটার মেশিনের মাধ্যমে স্বল্প সময়ে আমরা ইতিমধ্যে ধান ঘরে তুলতে পেরেছি, এই ‘জাদু’র মেশিন প্রত্যন্ত অঞ্চলে আরও ছড়িয়ে দিলে কৃষকরা আরও উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। করগাঁও ইউনিয়নের মেশিন মালিক বিশ্বজিৎ দাশের সাথে কথা বলে জানা যায়-৭০% ভর্তুকিমূল্যে মেশিন পেয়ে হাওড়ের মানুষের ধান কেটে দিচ্ছি। লেবার দিয়ে ধান কেটে মাড়াই করতে বিঘাপ্রতি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হলেও মেশিন দিয়ে কেটে দিচ্ছি পনেরশো থেকে আঠারশো টাকায়। হাওড়ে ধান কেটেই বিশ দিনে মেশিনের প্রায় অর্ধেক দাম উঠে গেছে। এখন উঁচু জমিতে চলে যাবো। মেশিন দিয়ে যারা ধান কাটাচ্ছেন তাদেরও বিঘাপ্রতি কমপে এক হাজার টাকা বেঁচে যাচ্ছে। আধুনিক কৃষিতে এ যন্ত্র বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে তিনি মনে করছেন তিনি। নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলম বলেন, এ বছর নবীগঞ্জের বিভিন্ন হাওড়ে ৫৫৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিলো। ইতিমধ্যে প্রায় শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আমরা শুরু থেকেই কৃষকের পাশে ছিলাম। সরকারি বীজ সহায়তায় হাইব্রিড ধানের আবাদ বাড়ায় এবার ধানের ফলন বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি শুরু হতে দেরী হওয়ায় কৃষক নিশ্চিন্তে হাওড়ের ধান কাটতে পেরেছে। এ বছর কম্বাইন হারভেস্টারগুলো চমৎকার সহায়তা করেছে। উল্লেখ্য-ইতিমধ্যে সরকারি ভাবে কৃষকের কাছ থেকে ২৭টাকা কেজি দরে বোরোধান ক্রয় করা শুরু করেছে সরকার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com